খুলনা প্রেস ক্লাবে আইনুল হক স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেস ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘আইনুল হক স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০১৯’’ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবের নিজস্ব মাঠে শুরু হয়েছে। দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদকমন্ডলীর সভাপতি ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগম ফেরদৌসী আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময়ে প্রতিযোগিতার স্পন্সর দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি উপস্থিত ছিলেন।
দৈনিক পূর্বাঞ্চলের সহযোগিতায় ও খুলনা প্রেস ক্লাবের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, ক্লাবের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না, মকবুল হেসেন মিন্টু, আহমদ আলী খান ও শেখ আবু হাসান, ক্লাবের সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, কোষাধ্যক্ষ রফিউল ইসলাম টুটুল, সহকারী সম্পাদক সম্পাদক এম এ জলিল ও শেখ মাহমুদ হাসান সোহেল, নির্বাহী সদস্য সোহেল মাহমুদ, ক্লাব সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, এম এ হাসান, মোঃ আনিসউদ্দিন, মো: সাঈয়েদুজ্জামান সম্রাট, মোঃ জাহিদুল ইসলাম, বাপ্পী খান, দেবব্রত রায়, এইচ এম আলাউদ্দিন, প্রশান্ত কুমার বাছাড়, শেখ ইলিয়াস আহমেদ, সাইদা আক্তার রিনি, শেখ শামসুদ্দীন দোহা, আহমদ মুসা রঞ্জু, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, মোঃ মাছুম বিল্লাহ, ইউজার সদস্য শশাংক শেখর স্বর্ণকার প্রমুখ।
এবারের প্রতিযোগিতায় ক্লাবের স্থায়ী ও ইউজার সদস্যরা অংশগ্রহণ করছেন। উদ্বোধনী খেলায় মোঃ জাহিদুল ইসলাম ২-১ সেটে হেদায়েৎ হোসেন মোল্লাকে পরাজিত করেন। দিনের অপর খেলায় শেখ মাহমুদ হাসান হোসেল ২-১ সেটে এম এ হাসানকে, রফিউল ইসলাম টুটুল ২-০ সেটে এইচ এম আলাউদ্দিনকে ও মোহাম্মদ আলী সনি ২-০ সেটে আহমদ মুসা রঞ্জুকে পারাজিত করেন। এছাড়া অপর ৩টি খেলায় কাজী শামীম আহমেদ, শামছুজ্জামান শাহিন ও মামুন রেজা অনুপস্থিত থাকায় বিমল সাহা, তৌহিদুল ইসলাম তুহিন ও মোঃ মাছুম বিল্লাহকে বিজয়ী ঘোষণা করা হয়। খেলা পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ বীরেন দাস।