December 21, 2024
আঞ্চলিক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের উদ্বোধন

দ: প্রতিবেদক

খুলনা কৃষি বিশ^বিদ্যালয় এই অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবির ফসল। প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়নে প্রতিষ্ঠিত নতুন এই বিশ^বিদ্যালয়ের সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত আছে।  খুলনা নগরীর বয়রা এলাকার জলীল সরণীতে খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হলের উদ্বোধন অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ছাত্রী হলের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দকে উপযুক্ত দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি ছাত্রীদেরও সচেতন থাকতে হবে। মনে রাখতে হবে পড়াশুনাই হবে তাদের অগ্রধিকার।

খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী পলাশ কান্তি বালা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত জানান বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *