খুলনায় ১১ দফা বাস্তবায়নের দাবিতে পাটকল শ্রমিকদের প্রতীকী অনশন
দ: প্রতিবেদক
১১ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন। গতকাল বুধবার সকাল ৮টায় মিলের উৎপাদন বন্ধ করে পাটকলের প্রায় অর্ধলাখ শ্রমিক ৬ দিনের আন্দোলনের ২য় দিনে এ কর্মসূচি পালন করেন।
পাটকল শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাদের পিএফ গ্রাচ্যুইটির টাকা প্রদান, শ্রমিকদের সাপ্তাহিক মজুরী নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা বাস্তবায়নের দাবিতে ১৭ নভেম্বর ৬ দিনের কর্মসূচির ডাক দেয় রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ।
এ কর্মসূচীর ২য় দিনে বুধবার ক্রিসেন্ট, প্লাটিনাম, দৌলতপুর , খালিশপুর, দিঘলিয়া, আলীম, ইষ্টার্ন, কার্পেটিং ও জেজেআই জুট মিলের শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে না যেয়ে স্ব স্ব মিল গেটে সমবেত হয়। সেখানে শ্রমিকরা পৃথকভাবে মূল ফটকের সামনে অনশন কর্মসূচিতে অংশ নেয়। এই কর্মসূচি চলাকালে পৃথকভাবে মিল গেটে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।
শ্রমিক সমাবেশে বক্তৃতা করেন রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল হামিদ সরদার, যুগ্ম আহবায়ক মোঃ মুরাদ হোসেন, প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা সারমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, খালিশপুর জুট মিল সিবিএর সভাপতি আবু দাউদ দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম শেখ সহ সিবিএ-নন সিবিএ নেতারা।
আমাদের খানজাহান আলী থানা প্রতিনিধি জানান, ১১দফা বাস্তবায়নের দাবীতে আটরা শিল্পাঞ্চলের আলীম ও ইষ্টার্ণ জ্টু মিলের শ্রমিকরা পূর্ব কর্মসূচির অংশ হিসাবে গতকাল বুধবার সকাল ৮টায় থেকে বিকাল ৪টায় পর্যন্ত আট ঘন্টা স্ব-স্ব মিলগেটে প্রতীকী অনশন কর্মসুচি পালিত করেন। সকাল থেকে স্ব-স্ব মিলের শ্রমিকরা মিছিল সহকারে মিলগেটের সামনে জড়ো হয়ে নির্ধারিত স্থানে প্রতীকী অনশন কর্মসুচিতে অংশগ্রহণ করে।
ইষ্টার্ণ জুট মিলের গেটের সামনে প্রতীকী অনশন চলাকালে মিলের সিবিএ সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিটুর সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলাদেশ পাটকল সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদের আহবায়ক সরদার আব্দুল হামিদ, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, আব্দুস সালাম, হাফিজুর রহমান, নজরুল ইসলাম, বদরউদ্দিন বিশ্বাস. জাকারিয়া, বাবুল হোসেন, মকবুল হোসেন, আলতাফ হোসেন, আমিনুল হোসেন, আবুল কালাম। অপরদিকে ইষ্টার্ণ জুট মিলের গেটের সামনে প্রতীকী অনশন কর্মসূচিতে মিলের সিবিএ’র সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন মো. আলমগীর হোসেন, ইউসুফ গাজী, আফসার সরদার, ইজদান আলী, নাজমুল সরদার, মো. হাসান শরীফ. মো. মেহেদী হাসান, বেলাল হোসেন, আ. মজিদ মোল্যা, মোজাম্মেল হক খান. আনোয়ার হোসেন প্রমুখ।