খুলনায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ম্যাজিস্ট্রেট নিয়োগ
তথ্য বিবরণী
আগামী ২৫ জুলাই খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে, দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের ৩ নম্বর সংরক্ষিত আসনের সদস্য পদে ও পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে এবং কয়রা উপজেলার কয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ইউনিয়ন পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনা ও নির্বাচনী আচরণবিধি লংঘন সংক্রান্ত অপরাধ প্রতিরোধে মোবাইলকোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচনের দিন পাইকগাছা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না, ডুমুরিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান খান, দাকোপ উপজেলায় সহকারী কমিশনার সঞ্জীব দাস এবং কয়রা উপজেলাতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূর-ই-আলম সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে।