January 3, 2025
আঞ্চলিক

খুলনায় নিরাপদ সবজি বিপণন ভ্রাম্যমান ভ্যান-৩ উদ্বোধন

 

দ. প্রতিবেদক

ন্যায্যমূল্যে মৌসুমী সবজিসহ অপ্রচলিত সবজি বিপণনের জন্য খুলনায় চালু হলো নিরাপদ সবজি বিপণন ভ্রাম্যমান ভ্যান-৩। কৃষি বিপণন অধিদপ্তর, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার দপ্তর, খুলনার উদ্যোগ ও ব্যবস্থাপনায় সোনাডাঙ্গা আবাসিক এলাকায় গতকাল এটি চালু করা হয়। এর আগে খুলনার পিটিআই মোড়ে একটি ও পণ্য ডেলিভারির কাজে অন্য একটি ভ্যান চালু করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনালী সেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন। এসময় সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার ও কৃষি বিপণন অধিদপ্তরের অনলাইন এ্যাপস ‘সদাই’-এর সদস্য ও ‘গ্রাম্য’ অনলাইন শপের পরিচালক হাসিবুর রহমান ইমন উপস্থিত ছিলেন।

তরুণ উদ্যোক্তা হাসিবুর রহমান ইমন জানান, এ ভ্রাম্যমান ভ্যান থেকে ন্যায্যমূল্যে মৌসুমী সবজিসহ অপ্রচলিত সবজি (ক্যাপসিকাম, লেটুসপাতা, পুদিনাপাতা, ধনেপাতা ব্রকলি, রেড ক্যাবেজ ইত্যাদি) এবং খাঁটি খেজুরের রস ও যশোরের গুড় ক্রয় করা যাবে। চলতি ডিসেম্বর মাসে শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন এ ভ্যানে এসকল পণ্য পাওয়া যাবে। আগামী জানুয়ারি থেকে ৭ দিনই চালু থাকবে এ সেবা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *