খুলনায় জাসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ খুলনা জেলা ও মহানগর শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকাল ৩টায় জেলা জাসদের সভাপতি শেখ গোলাম মোর্তুজার সভাপতিত্বে এবং জেলা জাসদের সাধারণ সম্পাদক স,ম, রেজাউল করিম এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শিববাড়ী মোড় থেকে শহীদ হাদিস পার্ক পর্যন্ত এক র্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, মহানগর সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মন্টু, জাসদ নেতা, চম্পক, চানঁ মিয়া, সুজিত মল্লিক, মোসারেফ হোসেন, খালেক মুন্সি, রাসেদুল হাসান বাবলু, এ্যাড. রুনা লায়লা, রহেনো পারভিন, বীর মুক্তিযোদ্ধা সবুর মোল্লা, জাকির সেখ, মহত সেখ, রাজা, মারুফ হোসেন, বেল্লাল হাওলাদার, পরিতোষ, রবিউল ইসলাম সম্রাট, শাহাবুদ্দিন সাবু, সুধীর, মিলন, ছাত্র নেতা সুমন, শ্রাবণ, হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।