December 22, 2024
আঞ্চলিক

খুলনায় কাস্টমস কর্মকর্তা ও তার স্ত্রী কারাগারে

দ. প্রতিবেদক

খুলনায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কাস্টমস কর্মকর্তা জিল্লুর রহিম খান ও তার স্ত্রী মমতাজ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মহানগর সিনিয়র স্পেশাল জজ (দায়রা জজ) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জিল্লুর রহিম খান খুলনা কাস্টমস হাউসে কর্মরত ছিলেন।

মামলার বাদী দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. ফয়সাল কাদের বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৬ সালে জিল্লুর রহিম খান ও তার স্ত্রী মমতাজ খানের সম্পত্তি অনুসন্ধান করে প্রায় ১৬ লাখ ১৫ হাজার ৬৫০ টাকার অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তির তথ্য পায় দুদক।

এ ঘটনায় ২০১৬ সালের ২১ জুলাই সোনাডাঙ্গা থানায় মমতাজ খানকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় জিল্লুর রহিম খানকে অভিযুক্ত করে ২০১৯ সালের ৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *