December 21, 2024
আঞ্চলিক

খুলনায় ওয়াসার বর্ধিত পানির মূল্য প্রত্যাহারের দাবি যুব ইউনিয়নের মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

খুলনা ওয়াসা কর্তৃক পানির মূল্য ২০% বৃদ্ধির প্রতিবাদে এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা কমিটির মানববন্ধন ও সমাবেশ গতকাল বিকেল সাড়ে ৪টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে ও যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজুর পরিচালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টিÑসিপিবি কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, অরুণা চৌধুরী, খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ, সাধারণ সম্পাদক ও যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারপার্সন শরীফ শফিকুল হামিদ চন্দন, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা এফ এম ইকবাল, ক্ষেতমজুর নেতা এড. চিত্তরঞ্জন গোলদার, কৃষক নেতা শেখ আব্দুল হান্নান, জাপা’র সিনিয়র নেতা শাহ মোঃ লায়েক উল্লাহ, উদীচীর জেলা ও কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার সুখেন রায়, সিপিবি মহানগর নেতা মিজানুর রহমান বাবু, শিক্ষকনেতা নিতাই পাল, বাসদ নেত্রী কোহিনুর আক্তার কতা, সচেতন নাগরিক সমাজের আহŸায়ক শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি উত্তম রায়, সিপিবি নেতা রুস্তম আলী হাওলাদার, কামরুল ইসলাম খোকন, শাহিনা আক্তার, যুবনেতা ধীমান বিশ্বাস, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, বাবুল শরীফ বাবু, শেখ রাজিব প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে পানির বর্ধিত মূল্য প্রত্যাহারের আহŸান জানান। বক্তারা আরও বলেন, ওয়াসা কর্তৃকপক্ষ মিটার রিডিং না দেখে গ্রাহকদের হাতে ভুতুড়ে বিল ধরিয়ে দিচ্ছে। এ খামখেয়ালিপনা বন্ধ করতে হবে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *