খুলনায় একুশে বইমেলার ২৪তম দিন অতিবাহিত
দ. প্রতিবেদক
গতকাল সোমবার ছিল মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ২৪তম দিন। এদিন সকাল ১০টায় বইমেলার মঞ্চে খুলনা’র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় বইমেলার মঞ্চে ’বিশ্ব ভরা প্রাণ’ এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় অনুষ্ঠিত হয় ’অন্তর্মুখ’ এর বাচিক শিল্পীদের পরিবেশনা। বইমেলার মঞ্চে সন্ধ্যা ৬.২০ মিনিটে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন হয় এবং এরপর প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক ড. মো: আহছান উল্যাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এস এম ফেরদৌস, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ড. মাহমুদ হোসেন খান, প্রাক্তন সিনিয়র কনসালটেন্ট, বক্ষব্যধি বিশেষজ্ঞ। প্রবন্ধের বিষয় ‘নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান’। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আশরাফ আলী, লেখক ও কলামিস্ট। অনুষ্ঠানের সভাপত্বি করেন তুহিন রায়, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়। পরিশেষে ত্রিকাল ও ক্ষুদে বঙ্গবন্ধু সংসদ এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নূরুন্নাহার হীরা, হিমাংশু বিশ্বাস ও সালমানুল মেহেদী মুকুট। অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।