খুলনায় একুশে বইমেলার ১৬তম দিন অতিবাহিত
দ. প্রতিবেদক
‘পড়ব বই, গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ ¯েøাগানকে সামনে রেখে খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্ত¡রে চলছে মাসব্যাপী মুজিববর্ষ একুশে বইমেলা। গতকাল রবিবার ছিল মেলার ১৬তম দিন। বইমেলার মঞ্চে বিকাল ৪টায় চিলড্রেন ভয়েস স্কুল এর ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় ধ্বনি তরঙ্গ এর বাচিক শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় আবৃত্তি অনুষ্ঠান। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সবুজ পাতার দেশে ও উৎসব, খুলনা এর শিল্পীবৃন্দ।
প্রচুর দর্শক বইমেলার সামগ্রিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্মৃতিরেখা বিশ্বাস, মুকুট মেহেদী, নূরুন্নাহার হীরা, কিশোর কুমার, শাহারুজ্জামান ও ভারতী দেবনাথ। অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।