খুলনায় একুশে বইমেলার ১০ম দিন অতিবাহিত
দ. প্রতিবেদক
গতকাল সোমবার ছিল মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ১০ দিন। জমে উঠেছে খুলনাবাসীর প্রাণের বইমেলা। মেলাপ্রাঙ্গণ মুখরিত হচ্ছে বইপ্রেমী ক্রেতা দর্শকদের পদচারণায়। প্রাত্যহিক আয়োজনে বিকাল ৪টায় সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিকাল ৫টায় বইমেলার মঞ্চে আবৃত্তি ইশকুল এর আয়োজনে ‘একুশের প্রভাতফেরী’ শিরোনামে আবৃত্তি প্রযোজনা পরিবেশিত অনুষ্ঠিত হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উদীচী, বয়রা শাখা ও ঝংকার সাংস্কৃতি সংঘের শিল্পীবৃন্দ। প্রচুর দর্শক বইমেলার সামগ্রিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্মৃতিরেখা বিশ্বাস, আফরোজা জেসমিন বিথি, ফরহাদ কাদির ও কাজী গোলাম সারোয়ার। সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।