খুবির সেকশন অফিসার সাইদুর রহমানের পিতার মৃত্যুতে ভিসি’র শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মোঃ সাইদুর রহমানের পিতা মোঃ আজিজুর রহমান গতকাল সন্ধ্যা ৫.২৫ মিনিটে নিজ বাড়ি নওগা জেলার পোরসা উপজেলার পাঁচরাই গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি বেশকিছুদিন যাবত বার্ধক্যজনিতকারণে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৬ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গ্রামে আজ যোহরবাদ নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মোঃ সাইদুর রহমানের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দস, সংস্থাপন-৪ শাখার প্রধান দিপক চন্দ্র মন্ডলসহ সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেন। অপরদিকে বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকে পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান লিপন অনুরূপ শোক প্রকাশ করেছেন।