খুবির রসায়ন ডিসিপ্লিন কর্তৃক পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার বিকাল সাড়ে ৪ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সংগঠন পরিবেশ সংরক্ষণে রসায়ন (পসর) এর আয়োজনে ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। অদম্য বাংলার সামনে থেকে এই অভিযানের উদ্বোধন করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। ডিসিপ্লিনের শিক্ষক পলাশ কুমার ধরের তত্তাবধায়নে প্রতি দশ দিন পর পর এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগে আরও তিনবার পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এই কার্যক্রমে অংশ গ্রহণ করেন।