খুবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক মিজান স্মরণে সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় রেল দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সদ্যঅবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার স্মরণে সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন এ্যালামনাই অ্যাসোসিয়েশন (সাকু) এর উদ্যোগে এক বিশেষ দোয়া ও স্মরণসভা আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সংশ্লিষ্ট ডিসিপ্লিনে অনুষ্ঠিত হয়।
সাকু-র সভাপতি মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ সানাউল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ জাবের হোসেন, সহযোগী অধ্যাপক মোঃ সাদিকুল আমীন, ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার ছোট মেয়ে ফারিয়াসহ ডিসিপ্লিনের অন্যান্য শিক্ষকমÐলী, এ্যালামনাই-এর সদস্যবৃন্দ, পুরাতন ও নবীন শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। স্মরণ সভায় দোয়া পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মোঃ মোস্তাকিম বিল্লাহ। সভাটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রভাষক মোঃ তারেক বিন সালাম। এর আগে বাদ জুম্মা পবিত্র কোরআন খতম ও বাদ আছর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া অনুষ্ঠিত হয়।