খুবিতে প্রায় ১৪ কোটি টাকা ব্যয় সাপেক্ষে আইইআর ভবন নির্মাণে চুক্তি স্বাক্ষরিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার দুপুর ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দিন আহমদ প্রশাসন ভবনে ট্রেজারারের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ে সাততলা আইইআর (ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্স) ভবন নির্মাণে ১৩ কোটি ৮৬ লাখ টাকার চুক্তি স্বাক্ষরিত হয়। নির্মাতা প্রতিষ্ঠানের সাথে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেরিনা কন্সট্রাকশন এসোসিয়েশন লিমিটেড এবং টিবিইএএল(জেভি) এর পক্ষে শেখ হেমায়েত হোসেন।
এ সময় পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, উপ-প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাকসহ পরিকল্পনা ও উন্নয়ন এবং প্রকৌশল বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। একত্রিশ হাজার চারশত ত্রিশ বর্গমিটার আয়তনে এই আইইআর ভবন নির্মাণ করা হবে। এই ভবনে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল এবং আইইআর ডিসিপ্লিনের শিক্ষা ও গবেষনা কার্যক্রম পরিচালিত হবে।