January 15, 2025
আঞ্চলিক

খুবিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর ২০১৯ খ্রি. তারিখ শনিবার অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার সকাল ১১ টায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রিয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ভর্তি কমিটির সদস্য বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ এবং সচিব রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এবার ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *