খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। রবিবার বিকেলে নগরীর গোলকমনি পার্ক এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর খানজাহান আলী রোডে গিয়ে শেষ হয়। এখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি।
সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনের সঞ্চালনায় সমাবেশে ও মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হুমায়ুন কবির রুবেল, গাজী শহিদুল ইসলাম, শেখ ফারুক, মোক্তারুজ্জামান সবুর, চৌধুরী আসাফুর রহমান, মাহফুজ শিকদার, ফিরোজ আহমেদ, রাসেল আকন বাবু, গাজি মনিরুল ইসলাম, আবু জাফর, শিব্বির আহমেদ সুমন, রাসেল শেখ, মোল্লা রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, মাকছুদ আলম, মোস্তাকিম বিল্লাহ, জেনারুল ইসলাম, ইমতিয়াজ সুজন, হৃদয় শেখ, বনি জমাদ্দার, বাকি বিল্লাহ, হোসেন আহমেদ, মাহমুদুল হাসান, মোক্তাদির মীর, সুমন শেখ, রবিউল ইসলাম, ইমন প্রমুখ।