খালেদা জিয়ার মুক্তির দাবিতে অঙ্গ দলসমূহের যৌথ সভা
খবর বিজ্ঞপ্তি
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২৫ জুলাই খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষে-স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদলের যৌথ সভা সোমবার ১৫ জুলাই সকাল ১১টায় খুলনা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সভাপতি এস এম শামীম কবির, সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রনু, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, জেলা কৃষকদলের সভাপতি, সাধারণ সম্পাদক, মৎস্যজীবি দলের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমূখ। সভা থেকে সকল ইউনিয়ন, থানা ও পৌরসভায় অঙ্গ সংগঠনসমূহের যৌথ সভা করার, প্রচার মিছিল ও পোস্টার ছাপানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।