খালিশপুরে শ্রমিকনেতা হাফিজুর রহমান ভূইয়ার স্মরণসভা
খবর বিজ্ঞপ্তি
হাফিজুর রহমান স্মৃতি পরিষদ ও জাতীয় শ্রমিক ফেডারেশন, খালিশপুর শিল্পাঞ্চল কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি ও কেন্দ্রীয় স্কপ নেতা কমরেড কামরুল আহসান বলেন, শ্রমিক আন্দোলনের একজন ব্যক্তিক্রমধর্মী মানুষ হিসেবে হাফিজুর রহমান ভূইয়া যোগ দিয়েছিলেন। পাটকল শ্রমিকদের সুখে-দুঃখে তাদের সাথে মিশে তাদেরই সহযোদ্ধা হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত পাটকল রক্ষা ও শ্রমিক স্বার্থ রক্ষায় ভূমিকা পালন করে গেছেন।
শ্রমিক নেতা কমরেড হাফিজুর রহমান ভূইয়ার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল ৪টায় খালিশপুর শিল্পাঞ্চল প্লাটিনাম জুবলি জুট মিলস্ সংলগ্ন বিআইডিসি রোডে এক স্মরণসভায় সভাপতিত্ব করেন হাফিজুর রহমান স্মৃতি পরিষদের আহŸায়ক আরফিন হাশু এবং পরিচালনা করেন জাতীয় শ্রমিক ফেডারেশন, খালিশপুর শিল্পাঞ্চলের নেতা হান্নান শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর কমিটির সভাপতি শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কএস এম ফারুখ-উল ইসলাম, শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য শ্রমিক নেতা খলিলুর রহমান। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন দিলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑমোঃ শাহ আলম, শাহজাহান শিকদার, রবিউল ইসলাম, মনিরুজ্জামান, হাফিজুর রহমান, মোঃ ইয়াসিন, আব্দুস সালাম, রুস্তম খান, জসিম গাজী, হেমায়েত, মাহবুবুর রহমান, মোস্তফা কামাল, হান্নান খান, আবুল কালাম জিয়া, ইলিয়াস, সেলিম, লাকী বেগম, কুদ্দুস খান, নাজমুল হোসেন বাবু, সাইফুল ইসলাম সাদ্দাম, আল-আমিন গাজী, বিকাশ মÐল প্রমুখ।