January 15, 2025
আঞ্চলিক

কয়রায় বিষমুক্ত সুন্দরবন গড়াল লক্ষ্যে সচেতনতামুলক সভা

কয়রা প্রতিনিধি

কয়রা-দাকোপসহ ব্যবস্থাপনা কমিটি ও সুন্দরবন খুলনা রেঞ্জের যৌথ উদ্যোগে বিষমুক্ত সুন্দরবন গড়াল লক্ষে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার বিকাল ৪টায় উপজেলার দক্ষিন বেদকাশি ইউনিয়নের জোড়শিং সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইউপি চেয়ারম্যান জিএম কবি শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসার এস এম আলাউদ্দিন আহমেদ।

সিএমসির কোষাধাক্ষ্য মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মাহফুজুল হক, খুলনা রেঞ্জ সহযোগি সুলতান মাহমুদ হাওলাদার, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্যাহ আল বাহারাম, কোবাদক স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, আংটি হারা নৌ পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আছাদুজ্জামান, সিএমসির সহ-সভাপতি অসিত বরন মন্ডল, সিএমসির সদস্য প্রধান শিক্ষক মশিউর রমন মিলন, ইউপি সদস্য গাজী সিরাজুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী খোদা বকস গাইন, আবু সাইদ, কাঁকড়া ব্যবসায়ী আশরাফ আলী সাগর, সিপিজি সদস্য নুরুল ইসলাম, মৎস্যজীবি  মিজানুর রহমান প্রমুখ। সভায় বিষমুক্ত সুন্দরবন গড়ার জন্য উপস্থিত সকলে  প্রতিশ্রæতি ব্যক্ত করেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *