কেশবপুরে এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে এসকেএস ফাউন্ডেশন ও ম্যাক্স নিউট্রিওয়াশের আয়োজনে এবং ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় প্রকল্প বিষয়ক এক মতবিনিময় সভা বুধবার সকালে উপজেলা ক্রীড়া সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এসকেএস ফাউন্ডেশন ও ম্যাক্স নিউট্রিওয়াশের এ্যাকাউন্টস অফিসার আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে ও ইউনিয়ন ফ্যাসালিটেটর জেসমিন আক্তারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। সভায় উপজেলার সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।