কেশবপুরে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে যশোর জেলা চ্যাম্পিয়ান
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুক্রবার বিকালে প্রমিলা ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় যশোর জেলা মহিলা ফুটবল একাদশ ৪-০ গোলে নড়াইল জেলা মহিলা ফুটবল একাদকে পরিজাত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা লেডিস ক্লাবের সভাপতি শাহনাজ সুলতানার সভাপতিত্বে স্থানীয় পাবলিক ময়দানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, ইসমাত আরা সাদেক এমপির পূত্র তানভির সাদেক ও কন্যা নওরিন সাদেক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান, যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন দফাদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, কোষাধ্যক্ষ মাওঃ আব্দুল খালেক, সদস্য আব্দুল গফুর প্রমুখ। টুর্নামেন্টে নিধি স্পোর্টি ক্লাবের স্বাত্তাধিকারী জয় সাহার পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও সেরা গোলদাতার পুরস্কার প্রদান করা-সহ সার্বিক সহযোগিতা করা হয়।