কেইউজের নবনির্বাচিতদের নগর ও জেলা আওয়ামী লীগের অভিনন্দন
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নবনির্বাচিত নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে খুলনায় সাংবাদিকতায় স্বচ্ছতা ও মুক্তিযুদ্ধের চেতনা পুনরুজ্জিবীত হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করবে।
বিবৃতি দাতারা হলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ্উদ্দিন জুয়েল ও খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।