কুয়েটে আইকিউএসি’র দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী “অন-সাইট ওয়ার্কশপ অন বিএইটিই এক্রিডিটেশন এন্ড আউটকাম বেসড এডুকেশন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনস্থ ডিস্্ট্যান্স লার্নিং থিয়েটারে অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের একটিং ভাইস-চ্যান্সেলর সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কাজী হামিদুল বারী। কর্মশালায় বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএইটিই রিসোর্স পার্সন প্রফেসর ড. সারওয়ার জাহান মোঃ ইয়াসিন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কে এম আজহারুল হাসান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।