কুষ্টিয়ায় খেলার সময় মাটিচাপায় ২ শিশু নিহত
কুষ্টিয়ায় খেলার সময় মাটিচাপায় ২ শিশু নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
কুষ্টিয়ায় বাড়ির পাশের গর্তে খেলাধুলার সময় মাটিচাপায় দুই শিশু নিহত হয়েছে; এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে গোরদহ খালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হল ওই গ্রামের মন্টু মণ্ডলের ছেলে আকাশ (১২) ও হাসেম আলীর ছেলে তরিকুল (১২)। এছাড়া আহত হয়েছে একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে লিখন (১০)।
ওসি কালাম বলেন, ওই গ্রামের আয়নালের জমি থেকে মাটি কেটে নেওয়ায় গর্ত হয়েছে। তিন বন্ধু গর্তে নেমে খেলাধুলা করার সময় হঠাৎ পাড় ভেঙে পড়লে তারা মাটির নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিসক আকাশ ও তরিকুলকে মৃত ঘোষণা করেন। আহত লিখনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।