January 15, 2025
জাতীয়

কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল আটক

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

বাগেরহাটের রামপালে কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে নৌপুলিশের এক কনস্টেবলকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রামপাল থানার ওসি মো. লুৎফর রহমান জানান, এ ঘটনায় শুক্রবার রাতে কিশোরী বাদী হয়ে তাদের থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেছেন।

আটক মুস্তাকিন বিল­াহ (৩২) রামপাল উপজেলার মোংলা-ঘষিয়াখালী নৌচ্যানেলের সন্ন্যাসী নৌপুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি খুলনার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের হাফেজ জামিল আহমেদের ছেলে।

ওসি লুৎফর মামলার নথির বরাতে বলেন, এ বছর এসএসসি পাস করা ওই কিশোরীর সঙ্গে প্রায় দুই মাস আগে মুস্তাকিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মুস্তাকিন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন কিন্তু বিয়ে করনেনি। বৃহস্পতিবার রাত ১টার দিকে মুস্তাকিন ওই কিশোরীর কাছে গেলে এলাকাবাসী তাদের ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে দেয়। পরে চেয়ারম্যান তাদের পুলিশে দেন।

মুস্তকিনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, শনিবারই বাগেরহাট সদর হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *