December 21, 2024
জাতীয়

কাদের মোল­াকে শহীদ বলা ঠিক হয়নি : জিএম কাদের

দক্ষিণাঞ্চল ডেস্ক

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেন, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে দণ্ডিত আবদুল কাদের মোল­াকে শহীদ হিসেবে আখ্যা দিয়ে দৈনিক সংগ্রাম পত্রিকাটি ঠিক করেনি। কাদের মোল­াকে শহীদ বলাটা সমর্থনযোগ্য নয়। আমরা এর প্রতিবাদ করছি। গতকাল শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

কাদের বলেন, শহীদের একটা সংজ্ঞা আছে। কাদের মোল­ার মৃত্যু এই সংজ্ঞার মধ্যে পড়ে বলে মনে করি না। যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে দণ্ডিত আবদুল কাদের মোল­াকে শহীদ হিসেবে আখ্যা দিয়ে দৈনিক সংগ্রাম পত্রিকাটি ঠিক করেনি।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, দৈনিক সংগ্রামের ডিক্লারেশন বাতিলের বিষয়টি একান্তই সরকারের ব্যাপার।

‘শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। পাকিস্তান হানাদার বাহিনীর সেই ষড়যন্ত্র সফল হয়নি। যারা দেশ মাতৃকার জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশকে আরও এগিয়ে নিতে হবে। আমরা বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাব।’

এসময় উপস্থিত ছিলেন- জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, আলমগীর সিকদার লোটন, নাজমা আখতার, উপদেষ্টা রওশন আরা মান্নান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. শামছুল হক, ফখরুল আহসান শাহজাদা, মো. হেলাল উদ্দিন, এমএ রাজ্জাক খান প্রমুখ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *