কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি সাথে ওসি’র মতবিনিময়
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে বাজারে বিভিন্ন প্রতিষ্ঠিত সমিতি, সংস্থা ও সহযোগী সংগঠনের সাথে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের ফুলেল শুভেচ্ছাসহ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে বাজার ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আরাফাত হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আলিমুর রহমানের পরিচালনায় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদের উপস্থাপনায় বাজার ব্যবসায়ী সমিতি এবং তার সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের সাথে বাজারের আইন শৃঙ্খলা ও যানবাহন চলাচলে পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন প্রধান অতিথি।
এ সময় প্রধান অতিথি শেখ মুনীর-উল-গীয়াস ও সমিতির সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলিমুর রহমানকে সমিতির পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও কলারোয়া ড্রাগ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী শামসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ডাঃ আব্দুল জব্বার। মোবাইল সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম। সমিতির সহ-সভাপতি আশফাকুর রহমান সোহেল, সমিতির সিনিয়র সহ.সভাপতি রবিউল ইসলাম, শহিদুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক শাহাজান আলী, দপ্তর সম্পাদক দীলিপ কুমার অধিকারী চান্দু, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, সহ প্রচার সম্পাদক হাসান আলী, সমাজ কল্যান সম্পাদক শফিকুল ইসলাম বাবলু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, ক্রীড়া সম্পাদক মিয়া ফারুক হোসেন স্বপন, সদস্য মামুনুর রশিদ লাল্টু,আসাদুজ্জামান আসাদ, নাছির উদ্দিন, শেখ আশরাফুল হোসেন, মোস্তাক আহম্মেদ, আনারুল ইসলাম নচু, মেহেদী হাসান, আব্দুল মোমিন গাজী , আবুল হোসেন, আব্দুল গফুর মোল্লা প্রমুখ।