January 15, 2025
আঞ্চলিক

কলারোয়ায় স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

কলারোয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজত জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকালে কলারোয়া পৌরবাজারের মাছ চান্নিতে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা হয়।

কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজানুজ্জামান লিটুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের কলারোয়া উপজেলার সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আ.লীগের নেতা আব্দুল ওয়াদুদ, আলাল, পৌর কাউন্সিলর লুৎফুন নেছো, সন্ধ্যা রাণী বর্মণ, থানা স্বেচ্ছাসেকলীগের নেতা আবুল কালাম। এছাড়া অন্যন্যেদের মধ্যে উপস্থিত ও বক্তব্য দেন-স্বেচ্ছাসেকলীগের নেতা আজাহারুল ইসলাম, এনামুল হোসেন, চয়ন, নয়ন হোসেন, সোনাত ঘোষ, কাশেম, হিরো, ফিরোজ জোয়ার্দ্দার সহ  উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *