কলারোয়ায় চাষীদের মধ্যে মাছের খাদ্যে ও প্রদর্শনীয় সাইনবোর্ড বিতরণ
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় তেলাপিয়া মাছ চাষীদের মধ্যে খাদ্যে উপকরণ ও প্রদর্শনীয় সাইনবোর্ড বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে উপজেলার হেলাতলা বিথী সায়েন্টিফিক হ্যাচারী এন্ড ফিশারিজ অফিসে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মাছ চাষীদের উদ্দেশ্যে বক্তব্য দেন- কলারোয়া উপজেলা মৎস্য অফিসের সহকারী মৎস অফিসার শরিফুল ইসলাম ও হেলাতলা বিথী সায়েন্টিফিক হ্যাচারী এন্ড ফিশারিজ এর পরিচালক রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন তেলাপিয়া মাছ চাষী সাহাবুবার, ইশারুল, আকিজুল, নাছির হোসেন, ময়না, লাভলু, রেজাউল, আলম, সালাম, কুদ্দুসসহ এলাকার ৩৬জন চাষী। আলোচনা সভা শেষে প্রত্যেক চাষীর মধ্যে মাছের খাদ্যে ও প্রদর্শনীয় সাইনবোর্ড বিতরণ করা হয়। উল্লেখ্য-এ মাছের খাদ্যে বিতরণের আয়োজন করেন-বিথী সায়েন্টিফিক হ্যাচারী এন্ড ফিশারিজ এবং কারিগরি সহায়তা করেন-ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকুয়াকালচার অ্যান্ড নিউট্রিশন এ্যক্ট্রিডিটি ওয়ার্ল্ডফিস বাংলাদেশ।