December 26, 2024
আঞ্চলিক

কলারোয়ায় ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় প্রদান

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

কলারোয়ায় মানব সেবা সংঘের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত এক অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় হিসাবে নগদ অর্থ প্রদান করেন। রবিবার সকালে কলারোয়া বাজারের কাছারিপাড়াস্থ মানব সেবা সংঘের অফিসে এক আলোচনা সভার মধ্যে এ চিকিৎসার অর্থ তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন-মানব সেবা সংঘের উপদেষ্ঠা কলারোয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অধ্যাপক আবুল খায়ের, এ্যাড শেখ কামাল রেজা, বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রভাষক ওমর আলী, মানব সেবা সংঘের সভাপতি শেখ আশিক রেজা, সহ-সভাপতি রাসেল হোসেন চঞ্চল, সাধারণ সম্পাদক শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস রনি, সাংগঠনিক সম্পাদক ফাহিম হোসেন, প্রচার সম্পাদক আজমল হোসেন, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সদস্য ইকবাল হোসেন ও কলারোয়া পৌরসভা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী প্রমুখ।

উল্লেখ্য-মানব সেবায় অর্থদান বাচাবো মোরা একটি প্রাণ, অসহায় মা জননী আমরা তোমার পার্শ্বে আছি” এই ¯েøাগানে উপজেলার দামোদার কাটি গ্রামের মৃত জাহান আলী সরদারের ছেলে ক্যান্সার আক্রান্ত আঃ গফুর (৬১) কে নগদ ৫ হাজার টাকা তুলে দেয়া হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *