January 3, 2025
আঞ্চলিক

কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত ৩ আসামী আটক

 

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

কলারোয়া থানা পুলিশের অভিযানে একই পরিবারের ওয়ারেন্টভুক্ত ৩আসামী আটক হয়েছে। আটককৃতরা হলেন-উপজেলার উত্তর দিগং গ্রামের মৃত ময়নুদ্দিন বিশ্বাসের ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে লাল্টু (৪০), মৃত ময়নুদ্দিন বিশ্বাসের ছেলে মোকলেছুর রহমান ওরফে মগরোব (৩৫) ও আব্দুল্লাহ আল মামুনের ছেলে রায়হান বিশ্বাস (২৫)। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে জিআর-২৫৬/১৮মামলায় ওয়ারেন্ট রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রইচ উদ্দিন ও এএসআই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সোমবার ভোর রাতে তাদের বাড়ী থেকে আটক করেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান-আটককৃতদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *