December 26, 2024
আঞ্চলিক

কলারোয়ার পোস্ট অফিস সিরামিকে মোড়ানো নতুন ভবনে রুপ নিয়েছে

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
টিনের বাক্সের পোস্ট অফিস গতকাল পেয়েছে নতুন সিরামিকে মোড়ানো নতুন ভবন। যা দেখলেই বোঝা যায়- অজপাড়াগায়েও পোস্ট অফিস ও এর ভবনটি প্রযুক্তির উন্নয়নে মোটেই পিছিয়ে নেই। সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর পোস্ট অফিসের ইতিবৃত্তের সূত্রে এমনই কথা উঠে এসেছে। বর্তমান সরকারের তথ্য প্রযুক্তির উন্নয়নের ছোয়ায় আলোকিত প্রত্যন্ত অঞ্চলের এই পোস্ট অফিসটি।
এই পোস্ট অফিসের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা প্রয়াত হাজী নাছির উদ্দীনের সেঝপুত্র অস্ট্রেলিয়া প্রবাসী তরু ইসলাম শুক্রবার সকালে জানান- চার দশক আগে অজপাড়াগা ছলিমপুরের হাজী নাসির উদ্দীন পোস্ট সুপারের সহযোগিতায় স্থানীয় হোমিও চিকিৎসক ওয়াজেদ খাঁনের ডাক্তার খানায় চালু করেন গ্রাম্য পোস্ট অফিস। সরকারি নিয়মনীতি মেনে তখন পোস্ট অফিস সংশ্লিষ্ট সামগ্রী বলতে কয়েকটা লোহার সিল, সিলগালা, কয়েকটা বড় খাতা, কিছু পোস্টকার্ড, ইনভেলাপ বা খাম, মানিওর্ডার ফর্ম ইত্যাদি ছিলো। সেগুলো রাখা হতো পুরানো একটা টিনের বাক্সে। প্রথম পোস্ট মাস্টার হিসাবে ডাক্তার ওয়াজেদ খাঁন শুরু থেকে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি এখন বয়সের ভারে নুহ্য বৃদ্ধ। সরকারি অর্থায়নে নতুন ভবনে একাধিক কক্ষ, টয়লেটসহ আনুষাঙ্গিক উপযোগিতা সংযুক্ত হয়েছে। চিঠি আদান-প্রদানের প্রয়োজনীয়তা বর্তমানে হৃাস পেলেও তথ্য প্রযুক্তিগত অন্যান্য সুযোগ সুবিধা সংযুক্ত হওয়ায় গ্রামাঞ্চলের সাধারণ মানুষ উপকার পাচ্ছে নি:সন্দেহে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *