কলকাতায় ১০০০ কেজি বিস্ফোরকসহ গাড়ি আটক, গ্রেপ্তার ২
ভারতের কলকাতা শহরে এক হাজার কেজি বিস্ফোরক উপাদানসহ একটি গাড়ি আটক করা হয়েছে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।
শনিবার সকালে শহরের চিৎপুর এলাকার একটি রাস্তা থেকে গাড়িটি আটক করার পর চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়, খবর এনডিটিভির।
গোপন সূত্রে খবর পেয়ে নগরীর বিটি রোডের টালা ব্রিজের কাছে ওত পেতে থাকা পুলিশ মালবাহী একটি গাড়ির গতিরোধ করে। গাড়িটিতে ২৭টি চটের ব্যাগে ভর্তি এক হাজার কেজি পটাশিয়াম নাইট্রেট পাওয়া যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
এ সময় গাড়িটির চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তিনি।
পটাশিয়াম নাইট্রেট বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, “গাড়িটি উড়িষ্যা থেকে আসছিল এবং উত্তর ২৪ পরগণার দিকে যাচ্ছিল। আমরা মালবাহী গাড়িটির চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছি। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা করছি আমরা।”
গাড়িটির চালক ও সহকারীর বাড়ি উড়িষ্যায় বলে জানা গেছে।
ভারতের সাধারণ নির্বাচনের আগে এত বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, গোয়েন্দারা তার খোঁজ নিচ্ছেন এবং তারা বেশ কিছু সূত্র পাওয়া কথা জানিয়েছেন বলে খবর আনন্দবাজার পত্রিকার।