December 22, 2024
খেলাধুলা

করোনাভাইরাস: বাংলাদেশে স্থগিত আর্চারির আন্তর্জাতিক আসর

দক্ষিণাঞ্চল ডেস্ক

করোনাভাইরাস আতঙ্কে স্থগিত হয়ে গেছে চতুর্থ আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপস-২০২০। আগামী ২৩ ফেব্রæয়ারি টঙ্গির আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রতিযোগিতাটি শুরুর কথা ছিল। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল  প্রতিযোগিতাটি স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেন।

করোনাভাইরাস আতঙ্কের কারণে অনেক দেশ প্রতিযোগী পাঠাতে রাজি হচ্ছে না। এ কারণে টুর্নামেন্টটি আপাতত স্থগিত করে দিতে হচ্ছে। এরপর আমরা বসে সিদ্ধান্ত নিব কবে নাগাদ এটি আয়োজন করা যায়। এবার ৩০টি দেশের দুইশরও বেশি প্রতিযোগীর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের আতঙ্কে অংশগ্রহণকারী দেশের সংখ্যা অনেক কমে যাচ্ছিল। প্রতিযোগীও নেমে আসছিল ৭০-৮০ জনে। তাই বাধ্য হয়ে আপাতত টুর্নামেন্টটি স্থগিত করে দিতে হলো।

২০১৭ সাল থেকে আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপস আয়োজন করে আসছে বাংলাদেশ। চীনে মঙ্গলবার পর্যন্ত নতুন এ করোনাভাইরাসে এক হাজার ৮৬৮ জনের মৃত্যু হয়েছে; আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭২ হাজার ৪৩৬ জন। আক্রান্তদের মধ্যে ১২ হাজারের বেশি এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন বলেও নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *