করোনাভাইরাস: ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, হল খোলা থাকবে
নভেল করোনাভাইরাসের প্রদুর্ভাবে আতঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ২৮ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।
তবে এই সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম চলবে এবং আবাসিক হলগুলোও খোলা থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
সোমবার বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে সকল বিভাগের চেয়ারপারসন, হল প্রভোস্ট ও ইনস্টিটিউশনগুলোর পরিচালকদের নিয়ে এক জরুরি সভার পর এই সিদ্ধান্তের কথা জানান উপাচার্য।
তিনি বলেন, “শিক্ষক- শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। সেটা হচ্ছে ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে এই সময়টা গ্রীষ্মকালীন ছুটির সাথে সমন্বয় করা হবে।”