করোনাভাইরাস আতঙ্কে প্রমোদতরী ফিরিয়ে দিল মিয়ানমার
করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় শতাধিক পর্যটকবাহী একটি প্রমোদতরীকে বন্দরে নোঙ্গর করতে দেয়নি মিয়ানমার।
মঙ্গলবার দেশটির পর্যটন বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা একথা জানিয়েছেন। যাত্রীদের দেহে করোনাভাইরাস সংক্রমণ থেকে থাকতে পারে এমন আশঙ্কায় প্রমোদতরীটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মোনাকোভিত্তিক সিলভারসি ক্রুজ নামের একটি কোম্পানি পরিচালিত বিলাসবহুল দ্য সিলভার স্পিরিট প্রমোদতরীটি সর্বশেষ থাইল্যান্ডের ফুকেটে ভিড়েছিল। সেখান থেকে পরে বুধবার মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের বাইরের বন্দর থিলাওয়াতে তরীটির ভেড়ার কথা ছিল।
মিয়ানমারের হোটেল ও পর্যটন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি খিং মায়ুং সোয়ে বলেন, “আমরা বন্দর কর্তৃপক্ষকে অবহিত করেছি যে, এই প্রমোদতরীটিকে ভিড়তে দেওয়া যাবে না।”
তবে ওই প্রমোদতরীর যাত্রীদের কারও করোনাভাইরাসের লক্ষণ আছে কিনা সে ব্যাপারে কিছু জানেন না বলে জানান তিনি।
সোয়ে বলেন,“যাত্রীদের কারও শরীরে এখনো করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা না গেলেও তারা মিয়ানমারে পৌঁছানোর পর লক্ষণ প্রকাশ পেতে পারে। তেমন হলে মিয়ানমারের পক্ষে সংক্রমণ ঠেকানো কঠিন হয়ে যাবে। পরিস্থিতি খারাপ হলে আমাদের দেশের জনগণ সংক্রমিত হবে।”
মিয়ানমারের স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের ফেইসবুকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রমোদতরীটিকে মিয়ানমারে প্রবেশ করতে দেওয়া উচিত না।কারণ তরীটি এর আগে এমন কয়েকটি দেশে নোঙ্গর করেছিল যেখানে করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঘটেছে।যার মধ্যে আছে থাইল্যান্ড। যেখানে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪৩।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, প্রমোদতরীটিতে ৪ শতাধিক যাত্রী রয়েছে। মিয়ানমারে নোঙ্গরের অনুমতি না পাওয়ার পর তরীটি এখন কোন গন্তব্যে যাবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।