December 26, 2024
আঞ্চলিক

কমিটিতে বির্তকিতদের স্থান দেওয়া যাবে না : মেয়র খালেক

 

দ. প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, তিন বছর পর পর সংগঠনের সম্মেলন হওয়া উচিত। নতুন নেতৃত্ব নির্বাচন করা উচিত। তাহলে সংগঠন চাঙ্গা হবে। যারা মাদকের সাথে যুক্ত, চাঁদাবাজিতে জড়িত, ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাÐে সম্পৃক্ত এসব বিতর্কিতদের কমিটিতে স্থান দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, ক্লিন ইমেজের নেতৃত্ব আসলে সংগঠনের ইমেজ বাড়ে। যারা দলের জন্য শ্রম দিয়েছে, দলের জন্য ত্যাগ স্বীকার করেছে- তাদের নেতৃত্বে নিয়ে আসুন। এ বিষয়ে আমাদের কোন চয়েজ নাই। যোগ্যদের দিয়েই নতুন কমিটি গঠনের জন্য তিনি কেন্দ্রীয় নেতাদের প্রতি আহŸান জানান।

গতকাল শনিবার দুপুরে নগরীর শহীদ হাদিস পার্কে খুলনা মহানগর ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *