December 21, 2024
বিনোদন জগৎ

এ বছর বলিউডে অভিষিক্ত অভিনেত্রী যারা

চলতি বছরে বলিউডে অভিষেক করেছেন বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে দারুণ সফলও হয়েছেন কয়েকজন। এদের মধ্যে রয়েছেন অনন্যা পাণ্ডে, তারা সুতরিয়া, মৃণাল ঠাকুর, সাইঈ মাঞ্জরেকরসহ অনেকেই। এছাড়া কয়েকজন টেলিভিশন ও দক্ষিণী সিনেমার অভিনেত্রীও অভিষেক করেছেন বলিউডে।

দেখে নেওয়া যাক কারা আছেন ২০১৯ সালে বলিউডের আকাশে নতুন নক্ষত্রদের তালিকায়।

অনন্যা পাণ্ডে

অনন্যা পাণ্ডে
বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের ২১ বছর বয়সী মেয়ে অনন্যা পাণ্ডে। এই সুদর্শনা অভিনেত্রী ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে এই বছর ও তার ক্যারিয়ার দারুণভাবে শুরু করেছেন।

তারা সুতরিয়া

তারা সুতরিয়া
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক করেছেন ২৩ বছর বয়সী অভিনেত্রী তারা সুতরিয়া। টাইগার শ্রফ ও অনন্যা পাণ্ডের সঙ্গে সাফল্য পেয়েছেন তিনিও।

মৃণাল ঠাকুর

মৃণাল ঠাকুর
প্রথম সুযোগেই বলিউডের সুপারস্টার ঋত্বিক রোশনের বিপরীতে অভিনয় করে বলিউডে অভিষিক্ত হয়েছেন মৃণাল ঠাকুর। তার অভিনীত ‘সুপার ৩০’ চলতি বছরের অন্যতম আলোচিত ও সফল সিনেমা।

প্রনুতন বেহল

প্রনুতন বেহল
বলিউডে কিংবদন্তি অভিনেত্রী নুতনের নাতনী ও অভিনেতা মোহনীষ বেহলের ২৬ বছর বয়সী মেয়ে প্রনুতন বেহল। এবছর তিনি জহীর ইকবালের বিপরীতে ‘নোটবুক’ সিনেমায় অভিষেক করেছেন।

অঙ্কিতা লোখান্দে

অঙ্কিতা লোখান্দে
টেলিভিশন সুপারস্টার অঙ্কিতা লোখান্দে এবছর বলিউডে অভিষেক করেছেন। ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমায় ঝলকরি বাঈ চরিত্রে অভিনয় করেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী।

শ্রেয়া ধন্বন্তরি

শ্রেয়া ধন্বন্তরি
তেলুগু অভিনেত্রী শ্রেয়া ধন্বন্তরি এবছর এমরান হাশমির বিপরীতে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন।

সাহের বম্বা

সাহের বম্বা
‘পল পল দিল কে পাস’ সিনেমায় সানি দেওলের ছেলে করণ দেওলের বিপরীতে অভিনয় করে বলিউডে পা রেখেছেন ১৯ বছর বয়সী অভিনেত্রী সাহের বম্বা।

শিবলীকা ওবেরয়

শিবলীকা ওবেরয়
এবছর অমরীশ পুরীর নাতি বর্ধন পুরীর বিপরীতে ‘ইয়ে সালি আশিকি’ সিনেমার মাধ্যমে বলিউডে এসেছেন ২৪ বছর বয়সী অভিনেত্রী শিবলীকা ওবেরয়।

নিত্যা মেনন

নিত্যা মেনন
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নিত্যা মেনন এবছর বলিউডে অভিষেক করেছেন। অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহার সঙ্গে তার সিনেমা ‘মিশন মঙ্গল’ এবছর দারুণ আলোচিত ও প্রশংসিত হয়।

পূজা সাওয়ান্ত

পূজা সাওয়ান্ত
বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে ‘জংলী’ সিনেমার মাধ্যমে অভিষেক করেছেন ২৯ বছর বয়সী অভিনেত্রী পূজা সাওয়ান্ত।

সাইঈ মাঞ্জরেকর

সাইঈ মাঞ্জরেকর
মহেশ মাঞ্জরেকরের মেয়ে সাইঈ মাঞ্জরেকর বলিউডে অভিষেক করলেন সালমান খানের ‘দাবাং ৩’ সিনেমায়।

শারমিন সেগল

শারমিন সেগল
সঞ্জয় লীলা বানসালির ২৩ বছরের ভাইঝি শারমিন সেগল এবছর ‘মলাল’ সিনেমার মাধ্যমে বলিউড যাত্রা শুরু করেছেন।

আশা ভাট

আশা ভাট
‘জংলী’ সিনেমায় পূজা সাওয়ান্তের সঙ্গে ২৬ বছর বয়সী আশা ভাটও অভিষেক করেছেন। সুন্দরী মিস সুপ্রান্যাশনাল বিজয়ী কর্ণাটকের এই অভিনেত্রী পেশায় একজন ইঞ্জিনিয়ার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *