January 15, 2025
জাতীয়

এমপি জিল্লুল হাকিম কে এলাকা ছাড়ার নির্দেশ

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি জিল­ুল হাকিমকে নির্বাচনি এলাকার পাংশা উপজেলা ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। তাকে বুধবারের মধ্যে পাংশা উপজেলা ছাড়তে বলা হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশ দেওয়া হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এখনও হাতে পাইনি। হাতে পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

জেলা নির্বাচন কর্মকর্তা, পাংশা ও গোয়ালন্দ উপজেলা রিটার্নিং অফিসার হাবিবুর রহমান জানান, এ সংক্রান্ত একটি পত্র পেয়েছি। পত্রের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়টি পাংশা উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে তাকে অবহিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের পত্রে বলা হয়েছে, জিল­ুল হাকিমের বিরুদ্ধে পাংশা উপজেলা পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে একজন প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণসহ নির্বাচনি বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগ রয়েছে। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনও নির্বাচনি প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু নির্বাচনি এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন। তাই উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ অনুযায়ী ২০ মার্চের মধ্যে নির্বাচনি এলাকা ত্যাগ করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়ে অনুলিপি বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।

উলে­খ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় পর্যায়ে আগামী ২৪ মার্চ রাজবাড়ী জেলার চার উপজেলায় ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা ও বালিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *