January 15, 2025
আঞ্চলিক

এনইবিটি খুলনাতে ফল সেমিস্টার’র এ্যাডমিশন ফেয়ার

খবর বিজ্ঞপ্তি

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে সামার সেমিষ্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। গতকাল সোমবার ১লা জুলাই থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ১০ই জুলাই পর্যন্ত। সরকারি ছুটির দিন সহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের এ্যাডমিশন অফিস খোলা থাকবে।

এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ  জাহিদ হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন এন ইউবিটিকের প্রক্টর ড. আশিকুদ্দিন মো. মারুফ, পরীক্ষা নিয়ন্ত্রক  এস. এম. মনিরুল ইসলাম, ডিরেক্টর অব স্টুডেন্ট আফেয়ারস রাজীব হাসনাত শাকিল  সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ।

ফেয়ার চলাকালীন সময় টিউশন ফির উপর অতিরিক্ত ১০% ছাড় সহ ভর্তি ফির উপর ৬০% ছাড় থাকবে। উলে­খ্য, এনইবিটি খুলনা এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর মেধাবী শিক্ষার্থীদের ১০০% পযন্ত ছাড় দিয়ে থাকে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিবিএ, ইংরেজী, সি.এস.ই, ই.ই.ই, সিভিল, আর্কিটেকচার, গনযোগাযোগ ও সাংবাদিকতা এবং অর্থনীতি বিষয়ে অর্নাস কোর্স চালু আছে। এছাড়া স্মাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ (ইংরেজী)ও এম.এস.এস (অর্থনীতি) কোর্স চালু আছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *