এনইউবিটি খুলনার স্প্রিং ওরিয়েন্টশন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার ¯িপ্রং ২০২০ সেমিস্টারের ওরিয়েন্টশন প্রোগ্রাম গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, তারুণ্য শক্তিকে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি তৈরি করতে শিক্ষা বিস্তারে কাজ করছে বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসিই বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, এককি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রফেসর, ড. মোহাম্মাদ নুরুন্নবী মোল্লা, রেজিস্ট্রার, ড.মো: শাহ আলমসহ বিভিন্ন বিভাগেরে বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকালটি অব সাইন্সের ডীন, প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়াদ্দার।