এনইউবিটি খুলনার ইংরেজি বিভাগের স্প্রিং ২০২০ ওরিয়েন্টশন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার ইংরেজি বিভাগের ¯িপ্রং ২০২০ সেমিস্টারের ওরিয়েন্টশন প্রোগ্রাম গতকাল সোমবার বেলা ১১টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে নতুন শিক্ষার্থীদের বরন করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো: শাহ আলম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. মো: শাহজাহান কবির, এনউবিটি খুলনার ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম মনিরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আশিক উদ্দীন মো: মারুফ, এনইউবিটি খুলনার ছাত্র উপদেষ্টা রাজীব হাসনাত শাকিলসহ বিভিন্ন বিভাগেরে বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষীর্থী ও কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইউবিটি খুলনার ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মো. ওবাইদুল্লাহ। মূল অনুষ্ঠান শেষে একই বিভাগের বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।