এনইউবিটি খুলনাতে উগ্রবাদ প্রতিরোধ করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে ‘উগ্রবাদ প্রতিরোধ করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিলানায়তনে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এর সহযোগিতায় ছাত্র সেমিনার এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম। এসময় তিনি বলেন, জঙ্গীবাদ দমনে তরুণ প্রজন্মকে এক সঙ্গে কাজ করার আহবান জানান।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনইউবিটি খুলনার উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুলাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার কেএমপি (দক্ষিণ) মো: এহসান শাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড .আশরাফুল আলম, উপ-পুলিশ কমিশনার (ট্রফিক) মো: কামরুল ইসলাম। অনুষ্ঠানে উগ্রবাদ প্রতিরোধে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ডিএমপি’র এস.এম নাজমূল হক, বিপএম, পিপিএম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রধান করেন এনউবিটি খুলনার উপ-উপাচার্য প্রফেসর ড. মো: জাহিদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, সাংবাদিক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা এবং উপস্থিত ছিলেন।