এজন্মে আর দেখা হলো না : বিদিশা
দক্ষিণাঞ্চল ডেস্ক
‘এজন্মে আর দেখা হলো না। আমিও আজমীর শরীফ আসলাম আর তুমিও চলে গেলে। এতো কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়াতে যেখানে থাকবে না কোনো রাজনীতি।’
গতকাল রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন হুসেইন মুহম্মদ এরশাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এরপরই এরশাদের সাবেক স্ত্রী বিদিশা তার ব্যক্তিগত ফেসবুক পেজে এই আবেগঘন এমন স্ট্যাটাস দেন। হাসপাতালে ভর্তির পর থেকে সাবেক স্বামীকে নিয়ে প্রায়ই মুখ খুলেছেন বিদিশা। এমনকি এরশাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।