ইসলামী ব্যাংক দৌলতপ্রু শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন
খবর বিজ্ঞপ্তি
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংক দৌলতপুর শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ লক্ষ্যে গতকাল সকাল ১০টায় দৌলতপুরস্থ ব্যাংকের কার্যালয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। পরে মহাসড়কে প্লাকার্ড হাতে দাড়িয়ে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানানো হয়।
ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান শেখ আব্দুস সালামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ম্যানেজার অপারেশান্স জি এম কামরুজ্জামান, জেনারেল ব্যাংকিং মোঃ আসাদুজ্জামান, মোঃ গোলাম কিবরিয়া, আরফিন জাহান, মোঃ জাহিদুর রহমান, এস এম শাফায়েত হোসেন, আশরাফুল আলম, মোঃ নাজিরুল ইসলাম, মোঃ ইমরান হোসেনসহ শাখার কর্মকর্তা-কর্মচারী প্রমুখ। সভায় বক্তারা বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধুর সমগ্র জীবনাদর্শনের তাৎপর্য তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্ববহন করে।