ইশা ছাত্র আন্দোলন সোনাডাঙ্গা থানা শাখার সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
গতকাল বৃহস্পতিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সোনাডাঙ্গা থানা শাখার সম্মেলন বিকাল ৩টায় নবপল্লী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। থানা শাখার সভাপতি মুহা. শফিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. আবু বকর সিদ্দিক এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মহানগর এর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সেক্রেটারী শেখ মুহা. নাসির উদ্দিন, সোনাডাঙ্গা থানা শাখার সভাপতি ও সাবেক ছাত্রনেতা মুফতি ইমরান হুসাইন। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর সভাপতি এইচ.এম খালিদ সাইফুল্লাহ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লা রবিউল ইসলাম তুষার, মুহা. আব্দুর রশিদ, মাওলানা ইকবাল মাহমুদ, মুহা. আব্দুস সালাম জায়েফ, মুহা. মইনুল ইসলাম, মুহা. আব্দুল্লাহ আল মামুন, মুহা. মানজারুল হুদা।
সম্মেলনে প্রধান বক্তা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সোনাডাঙ্গা থানা শাখার ২০১৯ শেষনের কমিটিকে বিলুপ্ত করে ২০২০ শেষনের জন্য মুহা. আবু বকর সিদ্দিক কে সভাপতি, মুহা. শাকির হোসেন কে সহ-সভাপতি ও এস.এম এনায়েত হাসানকে সাধারণ সম্পাদক হিসাবে নাম ঘোষণা এবং শপথ বাক্য পাঠ করান।