January 3, 2025
আন্তর্জাতিক

ইরানের রেভ্যুলেশনারি গার্ডের সাথে সংঘর্ষে নিহত ৬

ইরানের রেভ্যুলেশনারি গার্ডের সাথে সংঘর্ষে ছয় সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্ব এলাকায় শনিবার এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

এলিট ফোর্সটির ওয়েবসাইটে জানানো হয়, সংঘর্ষের দ্বিতীয় দিনে দরিদ্র ও অশান্ত ওই অঞ্চলে বাসিজ জঙ্গির তিন স্থানীয় সদস্য নিহত হয়েছেন।

সংঘর্ষে বিপ্লবী গার্ডদের সাথে লড়াইরত স্বেচ্ছাসেবক বাসিজ মিলিশিয়ার তিন স্থানীয় সদস্য নিহত হয়েছেন।

এর আগে গত শুক্রবার, রেভ্যুলেশনারি গার্ড গুলি করে তিনজনকে হত্যা করেছিল। ধারণা করা হচ্ছে নিহত ওই তিনজন রেভ্যুলেশনারি গার্ডের দুই সদস্য হত্যাকান্ডের সাথে সরাসরি যুক্ত ছিল।

দেশটির শিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে পাকিস্তান ও আফগান সীমান্তের কাছে প্রধানত সুন্নি মুসলিম অধ্যুষিত সিস্তান-বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানকারী চক্র এবং সুন্নি ইসলামপন্থী জঙ্গিদের লড়াই মূলত এই অশান্তির কারণ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *