December 21, 2024
আঞ্চলিক

  ইঞ্জিন চালিত রিক্সা পুনরায় চালুকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি নিসচা’র

খবর বিজ্ঞপ্তি

নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার উদ্যোগেনিষিদ্ধ ঘোষিত ইঞ্জিন চালিত রিক্সাপুনরায় চালুকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর নিকট গতকাল রবিবার বেলা সাড়ে ১২টায় কেসিসি মেয়র কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার আহবায়ক এসএম ইকবাল হোসেন বিপ্লব স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর উপদেষ্টা শ্যামল সিংহ রায়, এনসিআরবি খুলনা জেলা সাধারন সম্পাদক এমএ কাশেম, মহানগর নিসচা নেতা মো: নজরুল ইসলাম, মো: আফজাল হোসেন রাজু, এসএমএ রহিম, শিরিনা পারভীন, মো: আফজাল দেওয়ান, মো: ফিরোজ আলী, শাহীন প্রমুখ।

স্মারকলিপিতে জানানো হয়, বর্তমান মেয়র দায়িত্ব গ্রহণের পরে নগরীতে বেশ কিছু ভালকাজ শুরু করেছিলেন যার মধ্যে অন্যতম নগরীতে ইঞ্জিন চালিত রিক্সা বন্ধের। এবং এর বাস্তবায়ন করে নগরবাসীদের স্বস্তি এনে দিয়েছিলেন। এই উদ্যোগ নগরবাসী স্বাগত জানিয়েছে।

কিন্তু মহৎ কাজকে প্রশ্নবৃদ্ধ করার জন্য কিছু সুবিধাবাদি চাঁদাবাজদের উৎসায়ে নগরীর বিভিন্ন সড়কে ব্যাটারী চালিত ইঞ্জিন রিক্সা আবার চলাচল শুরু করেছে। এসব রিক্সা ইঞ্জিনব্যাটারী এবার নিচে না রেখে সিটের ভিতর রেখে চালাচ্ছে। এটি একটি বিপদজনক বিষয়। খুব সকালে এবং গভীর রাতে এদের বেশি দেখা যায়। দুইএকটি বড় সড়ক বাদে নগরীর পাড়ামহল্লায় চলাচল করছে। ট্রাফিক বিভাগ বিষয়ে অজ্ঞাত কারণে নীরব।

অপরদিকে ইজিবাইকগুলো ঝুকিপূর্ণভাবে যাত্রী বহন করছে। ইজিবাইকের সীটিং ব্যবস্থা পুন:বিন্যাস করা জরুরী। এছাড়াও নগরীতে দ্রæতগতিতে চলাচলকারী মহেন্দ্রএর গতি নিয়ন্ত্রণ করা দাবী জানাচ্ছি। সেই সাথে নগরীর প্রাণ কেন্দ্র পিকচার প্যালেস মোড়ে লোহার ডিভাইডারের উপর সূল করা হয়েছে। এর ফলে বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছে। এই সূলগুলো অপসারণ করা প্রয়োজন। সকল বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *