December 26, 2024
আঞ্চলিক

আশাশুনিতে ইউপি চেয়ারম্যান ডালিমের নামে মিথ্যা অপবাদ রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার আশাশুনিতে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শাহনেওয়াজ ডালিমের নামে মিথ্যা অপবাদ রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ইবাদুল মোল্যার সভাপতিত্বে গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রতি খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আশাশুনিতে মানববন্ধন করার প্রতিবাদে ইউপি সদস্য হোসেন আলীর নেতৃত্বে এবিএম মোস্তাকিমের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংখ্যালঘু নির্যাতনকারী মোস্তাকিমকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি পথ থেকে বহিষ্কার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডালিমের বিরুদ্ধে অপপ্রচার কেন? এ সকল দাবি সম্বলিত ফেস্টন ও প্লাকার্ড দীর্ঘ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রদর্শন করা হয়। এছাড়া বিক্ষোভ মিছিল কালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিমের কুশপুত্তলিকা দাহ্য করা হয়। এসময় বক্তারা বলেন, ৭১’র যুদ্ধ কালিন সময়ের পিচ কমিটির সদস্যের পুত্র আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম নিজ স্বার্থ হাসিলের লক্ষে বে-আইনি ভাবে মিডিয়া, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে প্রতিনিয়নত খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শাহনেওয়াজ ডালিমের নামে মিথ্যা ও বানোয়াট কিচ্ছা কাহিনী রটিয়ে যাচ্ছেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতির এহেন কার্যকলাপের তীব্র নিন্দা এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতির পথ থেকে এবিএম মোস্তাকিমকে বহিষ্কারের দাবি জানান বক্তারা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অনুপ কুমার সানা, আরীফ বিল্লাহ, কবির হোসেন, স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী নেতৃবৃন্দ, ইউনিয়নের সংখ্যালঘু সম্প্রদায়সহ সহ¯্রাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *